Top Newsজাতীয়

প্রশ্নফাঁসের সুযোগ পাবে না, গুজব ছড়ালে ব্যবস্থা: শিক্ষা উপদেষ্টা

মোহনা অনলাইন

এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল (সি আর) আবরার।

বৃহস্পতিবার (২৬ জুন) রাজধানীর ভাসানটেক সরকারি কলেজ ও সরকারি বাঙলা কলেজ কেন্দ্রে পরিদর্শন শেষে তিনি বলেন, “প্রতিবারই প্রশ্নফাঁসের শঙ্কা থাকে, এবারও তা রয়েছে। তবে এসএসসি পরীক্ষার মতো এবারও আমরা তৎপর আছি। প্রশ্নফাঁসের কোনো সুযোগ অসাধু চক্র পাবে না। কেউ গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “প্রশ্নপত্র দেখার সুযোগ আমার হয়নি। তবে ভালো-মন্দ বলাটা পরীক্ষার্থীর প্রস্তুতির ওপর নির্ভর করে। আমাদের দায়িত্ব হলো প্রশ্নপত্রের মান বজায় রাখা।”

পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে উপদেষ্টা বলেন, “প্রথম দিনেই কেন্দ্রগুলোতে সুশৃঙ্খল পরিবেশ দেখা গেছে। পরীক্ষার্থীরা সময়মতো কেন্দ্রে এসেছে এবং নির্ধারিত নিয়মে পরীক্ষা শুরু হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ও শিক্ষা প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টায় ভালো পরিবেশ নিশ্চিত করা গেছে।”

তিনি আরও জানান, “পরীক্ষার্থীরা মাস্ক পরে কেন্দ্রে এসেছে এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে পরীক্ষা দিচ্ছে। ডেঙ্গুর ব্যাপারে আগেই পরিচ্ছন্নতা কার্যক্রম গ্রহণ করা হয়েছে। করোনা বা ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই।”

আজ বৃহস্পতিবার (২৬ জুন) সারা দেশে একযোগে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিনে বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মাদ্রাসা বোর্ডের অধীনে ৪৫৯টি কেন্দ্রে আলিমের কোরআন মাজিদ ও কারিগরি বোর্ডের অধীনে ৭৩৩টি কেন্দ্রে এইচএসসি (বিএম/বিএমটি) পরীক্ষা হচ্ছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্রে জানা গেছে, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডসহ ১১টি বোর্ডের অধীনে এবার মোট পরীক্ষার্থী ১২ লাখ ৫১ হাজার ১১১ জন। দেশজুড়ে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে এসব পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button