ছয় বছর আগে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়েছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কণা। তবে এবার নিজেই সেই সম্পর্কের ইতি টেনেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে জানিয়েছেন, তাঁর সংসারজীবনের সমাপ্তি ঘটেছে।
“আমি আপনাদের ভালোবাসার কণা”—এই পরিচিতি দিয়েই শুরু হয়েছে কণার স্ট্যাটাস। তিনি লিখেছেন, “জন্ম, মৃত্যু, বিয়ে—সবই আল্লাহর ইচ্ছা। তেমনি যেকোনো বিচ্ছেদও ঘটে তাঁরই ইশারায়।”
গোলাম মোহাম্মদ ইফতেখার গহীনের সঙ্গে কণার সংসার শুরু হয় ২০১৯ সালের ২১ এপ্রিল। দীর্ঘ সাত বছরের প্রেমের পর গোপনে বিয়ে করেছিলেন তাঁরা। ছয় বছরের মাথায় এসে সেই সম্পর্ক ভেঙে গেল।
কণা জানিয়েছেন, “গত ১৬ জুন ২০২৫ তারিখে আমাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়েছে। এটি আমাদের দুজনের জন্যই অত্যন্ত কঠিন সিদ্ধান্ত ছিল। তবে পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার ভিত্তিতেই আমরা এই পথ বেছে নিয়েছি।”
এই মুহূর্তে কণা আবারও নিজের সৃষ্টিশীলতায় মনোনিবেশ করতে চান। লিখেছেন, “আমি এখন আমার গানের কাজে সম্পূর্ণভাবে মনোযোগ দিতে চাই—যেই কাজের মাধ্যমেই আমি এত দূর আসতে পেরেছি।”
বিচ্ছেদের পরও সাবেক স্বামীর প্রতি শ্রদ্ধাশীল কণা তাঁর ভক্তদের উদ্দেশে অনুরোধ জানিয়েছেন, “আশা করি আপনারা আমার সিদ্ধান্তকে সম্মান জানাবেন এবং যেমনটি সবসময় ভালোবাসা ও সমর্থনে পাশে থেকেছেন, ভবিষ্যতেও থাকবেন।”
তিনি আরও লেখেন, “আমরা একে অপরের প্রতি সবসময় শ্রদ্ধাশীল থাকব। জীবনের নতুন অধ্যায়ে যেন আমরা দুজনেই শান্তি ও সম্মানের সঙ্গে এগিয়ে যেতে পারি—এই দোয়া চাই।”
ভক্তরা ইতোমধ্যে কণার পোস্টে ভালোবাসা ও সহমর্মিতার বার্তা জানিয়েছেন। এদিকে কিছুদিন ধরেই কণার ব্যক্তিজীবন নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। একটি অনলাইন প্রতিবেদনে দাবি করা হয়, কণা নাকি একজন গিটারিস্টের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। তবে কণা সাফ জানিয়েছেন, এসব অভিযোগ সত্য নয়।
উল্লেখ্য, ২০১৯ সালের ২১ এপ্রিল গোলাম মো. ইফতেখার গহীনের সঙ্গে কণার বিয়ে হয়। দীর্ঘ সাত বছরের প্রেমের পর সেই সম্পর্ক পরিণয়ে রূপ নেয়। কিন্তু ছয় বছরের দাম্পত্যজীবন শেষে তাদের বিচ্ছেদ হলো।



