রাষ্ট্রদ্রোহ ও প্রহসনের নির্বাচনের অভিযোগে করা রাজধানীর শেরেবাংলা নগর থানার মামলায় গ্রেপ্তার সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল আদালতে বলেছেন, দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত সব নির্বাচনই বিতর্কিত ছিল। তিনি বলেন, “এক হাজার বছরেও নির্বাচন সুষ্ঠু হবে না, যদি না কিছু মৌলিক সংস্কার করা হয়।”
বৃহস্পতিবার (২৬ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের বক্তব্য শেষে আদালতের উদ্দেশে হাবিবুল আউয়াল বলেন, “মাননীয় আদালত, আপনি ন্যায়বিচার করবেন। আমি স্বীকার করছি—দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি। তুলনামূলকভাবে তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচনগুলো অনেক বেশি গ্রহণযোগ্য ছিল।”
তিনি আরও বলেন, “১৯৭৩ সালেও মানুষকে পথে আটকে মনোনয়ন দেওয়া হয়েছে। জাতির পিতা শেখ মুজিবুর রহমানও ক্ষমতার লোভ সামলাতে পারেননি। সেই সময়েও নির্বাচন সুষ্ঠু ছিল না।”
আদালতের কাছে তিনি জোর দিয়ে বলেন, “নির্বাচন ব্যবস্থায় মৌলিক সংস্কার না আনলে এই সংকট কখনোই কাটবে না।”



