Top Newsরাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচনে গোপন ব্যালেটে ভোট দেবেন এমপিরা: সালাহউদ্দিন

মোহনা অনলাইন

রাষ্ট্রপতি নির্বাচনে এমপিরা যেন গোপন ব্যালটের মাধ্যমে স্বাধীনভাবে ভোট দিতে পারেন—এমন প্রস্তাব জাতীয় ঐকমত্য কমিশনে দিয়েছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, “আমরা ৭০ অনুচ্ছেদে সংস্কারের প্রস্তাব দিয়েছি, যেটিতে সব দল একমত হয়েছে।

রাষ্ট্রপতি নির্বাচনে গোপন ব্যালট প্রস্তাবও একটি বিপ্লব হবে। আমরা আরও প্রস্তাব দিয়েছি, একজন ব্যক্তি ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না।” বৃহস্পতিবার (২৬ জুন) জাতীয় প্রেসক্লাবে নাগরিক ঐক্যের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, “নির্বাহী বিভাগকে সাংবিধানিকভাবে দুর্বল করলে রাষ্ট্র পরিচালনা দুরূহ হয়ে উঠবে। বরং প্রয়োজন সব সাংবিধানিক প্রতিষ্ঠানের মধ্যে ক্ষমতার পৃথকীকরণ ও ভারসাম্য। নির্বাহী বিভাগ, আইনসভা ও বিচার বিভাগ যার যার সীমার মধ্যে স্বাধীনভাবে কাজ করলে প্রকৃত সংস্কার সম্ভব হবে।”

তিনি আরও বলেন, “নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার প্রয়োজন রয়েছে। কারণ, কেয়ারটেকার সরকারের অধীনেই স্বাধীন নির্বাচন কমিশন বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন করতে সক্ষম হবে। এ ব্যবস্থাই স্বৈরাচারী প্রবণতার উৎপত্তি রুখতে পারে।”

তিনি সব রাজনৈতিক দলের উদ্দেশ্যে বলেন, “জাতীয় ঐক্যে পৌঁছাতে হলে কল্যাণমূলক রাষ্ট্র গঠনে সবার মধ্যে একটি সাধারণ নীতিগত ঐক্য থাকা জরুরি। আমরা যেন এমন একটি বৈষম্যহীন সমাজ গড়তে পারি, যেখানে মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠিত হবে।”

তিনি আশাবাদ প্রকাশ করে বলেন, “সংস্কার নিয়ে মতবিনিময় চলছে। আমরা বিশ্বাস করি, শেষ পর্যন্ত একটি জাতীয় ঐকমত্যে পৌঁছানো সম্ভব হবে।”

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, “আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল হতে হবে। ধর্মের অপব্যবহার ও প্রশাসনের দলীয়করণ বন্ধ করতে হবে। স্থানীয় সরকার নির্বাচনকে সামনে এনে জাতীয় নির্বাচন বিলম্বিত করার চেষ্টা আত্মঘাতী হবে।”

সভায় সভাপতিত্ব করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। এছাড়াও উপস্থিত ছিলেন ১২ দলীয় জোটপ্রধান ও জাতীয় পার্টি (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবলু এবং নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার প্রমুখ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button