বিনোদন

`তাহসান কেন বিয়ে করল, দরকার তো ছিল না’: মন্দিরা

মোহনা অনলাইন

বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী ক্যারিয়ারের শুরুতেই জানিয়েছিলেন, সংগীতশিল্পী তাহসান খান ছিলেন তার ‘ক্রাশ’। ছোটবেলা থেকেই তাহসানের গান শুনতেন, পছন্দ করতেন। তবে চলতি বছরের শুরুতেই তাহসান খান মেকআপ আর্টিস্ট রোজাকে বিয়ে করায় খানিকটা কষ্ট পেয়েছেন মন্দিরা।

সম্প্রতি ঈদ উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নিজের নতুন সিনেমা ‘নীলচক্র’ ও চলমান কাজ নিয়ে দেওয়া এক সাক্ষাৎকারে তাহসান প্রসঙ্গে প্রশ্ন করা হলে মন্দিরা হেসে পাল্টা প্রশ্ন করেন, “কে যেন? ওহ, তাহসান।” উপস্থাপক অবাক হয়ে জানতে চান, “ভুলে গেছো তাহসানের কথা?” জবাবে মন্দিরা খানিকটা আক্ষেপের সুরে বলেন, “হ্যাঁ, ওর তো বিয়ে হয়ে গেছে। তাই আমি ওকে ভুলে গেছি।”

এরপরেই মজার ছলে, কিন্তু অভিমানের সুরে বলেন, “কী দরকার ছিল বিয়ে করার? তাহসান কেন বিয়ে করল, দরকার তো ছিল না!” এরপর হেসে নিজেই নিজের অনুভূতির প্রতি ইঙ্গিত দেন।

মন্দিরা বলেন, “একজন ভক্ত হিসেবে আমার এমন অভিমান হতেই পারে। ধরুন, আমি এখন মন্দিরা না, আমি কোনো অভিনেত্রী না—আমি একজন সাধারণ মানুষ। সেই জায়গা থেকে বলছি, আমি তাহসানের গানের আজীবন ভক্ত থাকব। কিন্তু মাঝে মাঝে মনে হয়, কেন যে বিয়ে করল… দরকার তো ছিল না!”

উল্লেখ্য, ২০১২ সালে জনপ্রিয় রিয়ালিটি শো ‘সেরা নাচিয়ে-তে রানার-আপ হয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন মন্দিরা চক্রবর্তী। এরপর ছোট পর্দায় কাজের মধ্য দিয়ে নিজের পরিচিতি তৈরি করেন। ২০২৪ সালে তিনি বড় পর্দায় অভিষেক করেন ‘কাজলরেখা’ সিনেমার মাধ্যমে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button