যুদ্ধবিরতির দুই দিন পর নীরবতা ভেঙে মুখ খুলেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “প্রতারণাপূর্ণ জায়নবাদী শাসকগোষ্ঠীর বিরুদ্ধে বিজয়ের জন্য আমি দেশবাসীকে অভিনন্দন জানাচ্ছি।”
ইরানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শিগগিরই খামেনি এ বিষয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন।
গত ১৩ জুন, ইরানের বিরুদ্ধে পরমাণু বোমা তৈরির অভিযোগ তুলে তেহরানসহ বিভিন্ন শহরে বিমান হামলা চালায় ইসরায়েলি বিমানবাহিনী। এর পাল্টা জবাবে ইসরায়েলি স্থাপনাগুলোতে একের পর এক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান।
এই সংঘাত শুরু হওয়ার ১০ দিন পর, ২২ জুন মধ্যরাতে ইসরায়েলের তিনটি পরমাণু স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। কেন্দ্রীয় সামরিক কমান্ড এই অভিযানের নাম দেয় ‘অপারেশন মিডনাইট হ্যামার’।
এর পরদিনই যুদ্ধবিরতির ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সেই ঘোষণা মেনে নিয়ে বলেন, “যদি ইসরায়েল আর হামলা না চালায়, তেহরান আর সংঘাতে জড়াবে না।”



