গত ৭ জুন ছিল প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম স্বপ্নদ্রষ্টা নবাব স্যার সলিমুল্লাহর ১৫৩তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে ২৪ জুন বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে সলিমুল্লাহ মুসলিম হলে বিশেষ আয়োজন করা হয়। এতে অংশ নেন নবাব পরিবারের সদস্য ও নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক নাঈম।
অনুষ্ঠানে নাঈম নবাব সলিমুল্লাহর অবদানের স্বীকৃতি দিতে কিছু প্রস্তাব উত্থাপন করেন, যা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আন্তরিকভাবে গ্রহণ করেছে বলে জানান তিনি। নাঈম বলেন, “নবাব স্যার সলিমুল্লাহর জন্মদিন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে নবাব পরিবারের পক্ষ থেকে আমরা উপস্থিত ছিলাম। তাঁর অবদান শুধু ঐতিহাসিক নয়, তা শিক্ষার্থীদের মাঝেও অনুপ্রেরণা জাগায়।”
তিনি আরও জানান, নবাব সলিমুল্লাহ কেবল জমি দানই করেননি, বরং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পক্ষে জনমত গঠনে ও ১৯২০ সালের ঢাকা ইউনিভার্সিটি অ্যাক্ট পাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার এই অবদানকে যথাযথভাবে স্মরণ ও স্বীকৃতির দাবি শুধু নবাব পরিবারের নয়, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরও।
আয়োজনে অংশগ্রহণকারী সব ছাত্রছাত্রী ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান চিত্রনায়ক নাঈম।



