গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। বুধবার (২৫ জুন) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ৮টার মধ্যে এসব রোগী শনাক্ত হন। এ সময়ে করোনায় কারও মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদফতরের সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষের পাঠানো প্রতিবেদনে জানানো হয়, এই সময়ে ৪১২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার ৪.৬১ শতাংশ।
প্রতিবেদনে আরও জানানো হয়, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫২ হাজার ৬৩ জনে। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫১৮ জনের। চলতি বছর জানুয়ারি থেকে এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৫১৮ জন এবং মারা গেছেন ১৯ জন।



