সিএনএন ও নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিকদের ‘ভুয়া প্রতিবেদক’ বললেন ট্রাম্প
মোহনা অনলাইন
যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম সিএনএন ও নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিকদের ‘ভুয়া প্রতিবেদক’ হিসেবে আখ্যা দিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, এসব সাংবাদিককে অবিলম্বে বরখাস্ত করা উচিত। বৃহস্পতিবার (২৬ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তাদেরকে “খারাপ উদ্দেশ্যের খারাপ মানুষ” বলে মন্তব্য করেন।
মূলত ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলা একটি ফাঁস হওয়া গোয়েন্দা মূল্যায়ন প্রতিবেদন ঘিরেই ট্রাম্পের এমন প্রতিক্রিয়া।
এ বিষয়ে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানান, ইরানে চালানো যুক্তরাষ্ট্রের হামলাগুলো ‘ঐতিহাসিকভাবে সফল’। ট্রাম্প এই সংবাদ সম্মেলনকে “তার দেখা সেরা ও সবচেয়ে পেশাদার সংবাদ সম্মেলনগুলোর একটি” বলে উল্লেখ করেন।
ফোর্দো পারমাণবিক স্থাপনায় বোমা হামলার আগেই ইরান উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিয়েছিল—এমন গুজবও প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প। তিনি ট্রুথ সোশ্যালে লেখেন, “ফোর্দো থেকে কিছুই সরানো হয়নি। এটা সময়সাপেক্ষ এবং অত্যন্ত বিপজ্জনক।”
এদিকে পারমাণবিক স্থাপনায় ধ্বংসের পরিমাণ নিয়ে সন্দেহ প্রকাশ করা হলেও, মার্কিন সরকার তা অস্বীকার করেছে।



