পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না ইরান: আরাঘচি
মোহনা অনলাইন
পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনায় বসার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। শুক্রবার (২৭ জুন) রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। খবর বার্তা সংস্থা আনাদোলুর।
আরাঘচি বলেন, “যখন আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ছিলাম, তখন তারা ইসরায়েলের হামলাকে সমর্থন দিয়ে সরাসরি আমাদের পারমাণবিক স্থাপনায় আঘাত হানে। সাম্প্রতিক আলোচনায় তারা আমাদের জাতীয় অধিকার হরণ করতে চেয়েছে, এরপর যুদ্ধ চাপিয়ে দিয়েছে এবং ইসরায়েলি বাহিনীকে উস্কে দিয়েছে।”
তিনি যুক্তরাষ্ট্রকে কূটনৈতিক প্রতিশ্রুতি ভঙ্গেরও অভিযোগ করেন এবং বলেন, “এই ঘটনা ভবিষ্যতে আমাদের কূটনৈতিক সিদ্ধান্তকে প্রভাবিত করবে। তবুও কূটনৈতিক সংযোগ রয়ে গেছে—আমি এখনও অনেক দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখছি।”
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেন, আগামী সপ্তাহে ইরানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে। এ প্রসঙ্গে আরাঘচি বলেন, “এ ধরনের কোনো বৈঠকের উদ্যোগ নেওয়া হয়নি। তাদের বক্তব্যে পরস্পরবিরোধিতা স্পষ্ট।”
গত ১৩ জুন ইসরায়েল ইরানের সামরিক, পারমাণবিক ও বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালালে দুই দেশের মধ্যে ১২ দিন ধরে সংঘর্ষ চলে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এতে অন্তত ৬০৬ জন নিহত ও ৫,৩৩২ জন আহত হন।
জবাবে ইরান ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। হিব্রু বিশ্ববিদ্যালয়ের হিসাব অনুযায়ী, এতে ২৯ জন নিহত এবং ৩,৪০০ জনের বেশি আহত হয়।
এরপর ২৪ জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির মাধ্যমে সংঘর্ষের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। তবে পরিস্থিতি এখনও নাজুক এবং কূটনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত।



