Top Newsআন্তর্জাতিক
গাজায় নতুন যুদ্ধবিরতি কার্যকর করতে ‘অত্যন্ত দৃঢ়প্রতিজ্ঞ’ ট্রাম্প: ম্যাক্রোঁ
মোহনা অনলাইন
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, গাজায় নতুন যুদ্ধবিরতি কার্যকরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘অত্যন্ত দৃঢ়প্রতিজ্ঞ’। ইউরোপীয় ইউনিয়নের নেতাদের এক বৈঠক শেষে ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ম্যাক্রোঁ জানান, ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলার পর তিনি বুঝতে পেরেছেন, সম্প্রতি ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ট্রাম্প গাজায়ও যুদ্ধবিরতির গুরুত্ব সম্পর্কে খুব সচেতন।
তিনি বলেন, “আমি মনে করি এই বিষয়ে তাঁর (ট্রাম্পের) প্রতিশ্রুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়েছে, দুই নেতা মধ্যপ্রাচ্য ও ইউক্রেনের চলমান পরিস্থিতি নিয়েও আলোচনা করেছেন।



