চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে বৃহস্পতিবার (২৬ জুন)। তবে প্রথম দিনেই রাজধানীর সরকারি মিরপুর বাঙলা কলেজ কেন্দ্রে এক পরীক্ষার্থী অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হন। অসুস্থ মাকে হাসপাতালে পৌঁছে দিয়ে পরীক্ষাকেন্দ্রে দেরিতে আসায় তাকে পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয়নি। ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
জানা গেছে, পরীক্ষার্থী ওই মেয়েটির বাবা মারা গেছেন এবং তার মা সম্প্রতি মেজর স্ট্রোক করেন। পরিবারের একমাত্র সক্ষম সদস্য হিসেবে মেয়েটিকেই মাকে হাসপাতালে নিতে হয়, সেখান থেকে ছুটে আসেন পরীক্ষাকেন্দ্রে। কিন্তু নির্ধারিত সময়ের কিছুটা পরে পৌঁছানোয় তাকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি। পরীক্ষাকেন্দ্রের সামনে কাঁদতে থাকা মেয়েটির ভিডিও ভাইরাল হলে জনমনে সহানুভূতি জাগে।
বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসার পর শিক্ষা উপদেষ্টা সিআর আবরার বলেন, “মানবিক বিবেচনায় ওই শিক্ষার্থীর ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। বাংলা প্রথম পত্রের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ বিষয়টি পাবলিক পরীক্ষা সংক্রান্ত আইন ও বিধির আলোকে সমাধানের চেষ্টা চলছে। এই দুঃসময়ে আমরাও তার পাশে রয়েছি এবং তাকে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানাচ্ছি।”



