
কারখানার উৎপাদন সক্ষমতা বাড়াতে প্রায় ৩০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি (বিএটিবিসি)। পাশাপাশি কোম্পানিটি ঢাকার মহাখালী থেকে কারখানা সরিয়ে নিচ্ছে সাভারের আশুলিয়ায়।
মহাখালীর আবাসিক এলাকায় দীর্ঘদিন ধরে কারখানাটি থাকা নিয়ে পরিবেশবাদীরা আপত্তি জানিয়ে আসছিলেন। অবশেষে কোম্পানি কর্তৃপক্ষ কারখানা স্থানান্তরের সিদ্ধান্ত নেয়। আগামী ১ জুলাই থেকে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের বলিভদ্র বাজার এলাকায় নতুন কারখানায় উৎপাদন শুরু হবে। একই দিনে বন্ধ হয়ে যাবে মহাখালীর কারখানার কার্যক্রম।
এর আগে আশুলিয়ার কারখানায় শুধুমাত্র রপ্তানির জন্য সিগারেট উৎপাদন হতো। তবে এখন থেকে স্থানীয় ও রপ্তানি—দুই বাজারের জন্যই এখানেই উৎপাদন চালানো হবে। এ জন্য ২৯৭ কোটি টাকার নতুন বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি, যা নিজস্ব অর্থায়ন ও ব্যাংক ঋণের মাধ্যমে করা হবে।
বিএটিবিসি জানায়, তাদের করপোরেট কার্যালয়ও একইসঙ্গে আশুলিয়ায় সরিয়ে নেওয়া হচ্ছে। ১৯৬৫ সালে ঢাকার মহাখালী ডিওএইচএস এলাকায় এই কারখানার যাত্রা শুরু হয়েছিল। এরও আগে, ১৯৪৯ সালে চট্টগ্রামের ফৌজদারহাটে প্রতিষ্ঠিত হয়েছিল কোম্পানিটির প্রথম কারখানা।
সবশেষ আর্থিক প্রতিবেদনে দেখা যায়, ২০২৫ সালের জানুয়ারি–মার্চ প্রান্তিকে কোম্পানিটি ৩১৮ কোটি টাকা মুনাফা করেছে। এই সময়ে তাদের ব্যবসার পরিমাণ ছিল প্রায় ৯,৬০০ কোটি টাকা। আর ২০২৪ সালের পুরো বছরে কোম্পানির মোট মুনাফা ছিল ১,৭৫১ কোটি টাকা।