ঈদে মুক্তি পাওয়া আলোচিত সিনেমা ‘ইনসাফ’-এর বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হলো গত রাতে। নির্মাতা সঞ্জয় সমদ্দার পরিচালিত এই সিনেমার প্রদর্শনীর পরপরই প্রশংসায় ভেসে গেলেন প্রধান অভিনেতা শরীফুল রাজ। তার অভিনয়ের প্রশংসা করেছেন সহশিল্পী ও চলচ্চিত্র সংশ্লিষ্টরা।
অভিনেতা চঞ্চল চৌধুরী বলেন, “আজ এসে আমি চমকে গেছি। ‘ইনসাফ’ যারা দেখবে, তারাও চমকে যাবে। ছবিটা অসাধারণ। সঞ্জয় দারুণ নির্মাণ করেছেন। রাজকে পর্দায় দেখে ভয়ই লেগেছিল! তার অভিনয় বাস্তবতাকে ছুঁয়ে গেছে।”
অভিনেতা ফজলুর রহমান বাবু বলেন, “বাংলা সিনেমায় দর্শকদের ভিড় দেখা খুবই আনন্দের। তবে পাইরেসির বিষয়টি দুঃখজনক। ‘ইনসাফ’-এ রাজ অসাধারণ অভিনয় করেছে।”
সিনেমাটির প্রযোজক খোরশেদ আলম খসরু জানান, “‘ইনসাফ ২’ হবে আরও বড় পরিসরে। আধুনিক প্রযুক্তি আর শক্তিশালী গল্প নিয়ে এটি আসবে আগামী ঈদুল আজহায়। রাজ-ফারিণের সঙ্গে এবার থাকবেন চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিম।”
প্রথমবারের মতো বাণিজ্যিক ছবিতে জুটি বেঁধেছেন শরীফুল রাজ ও তাসনিয়া ফারিণ। গানে, সংলাপে ও অ্যাকশনে তারা দুজনেই দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন।
প্রদর্শনীতে উপস্থিত ছিলেন পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু, শাহীন সুমন, অভিনেতা জাহিদ হাসান অভি, চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু, শরীফুল রাজ এবং প্রযোজক খসরু প্রমুখ।



