সামাজিক ব্যবসা দিবসকে পারিবারিক পুনর্মিলন হিসেবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এই দিবস পালনে বিগত সরকারের আপত্তি থাকলেও ৫ আগস্টের পর এবার প্রথমবারের মতো বাংলাদেশে দিবসটি উদযাপিত হচ্ছে। তিনি বলেন, সামাজিক ব্যবসার মাধ্যমে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব।
শুক্রবার (২৭ জুন) সকালে সাভারের জিরাবোতে সামাজিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত দু’দিনব্যাপী ১৫তম সোশ্যাল বিজনেস ডের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক ইউনূস বলেন, “পৃথিবীকে বদলাতে সব জাতির অংশগ্রহণ দরকার। ধ্বংসের আগে সঠিক পথ বেছে নিতে হবে। আমরা বিষণ্ণ নয়, একটি সুন্দর বিশ্ব গড়ে তুলতে চাই।”
তিনি আরও বলেন, “স্বপ্ন না দেখলে কিছুই বাস্তবায়ন সম্ভব নয়। শিক্ষা ব্যবস্থার প্রথম কাজ হওয়া উচিত স্বপ্ন দেখা শেখানো। গ্রামীণ বিশ্ববিদ্যালয় নতুন সভ্যতা গঠনে সহায়ক হবে।”
বর্তমান বিশ্ব স্বার্থপরতার ভিত্তিতে গঠিত উল্লেখ করে ইউনূস আশঙ্কা প্রকাশ করেন, এই বিশ্ব ধ্বংসের দিকে যাচ্ছে। তবে তিনি আশাবাদী—নতুন এক মানবিক সভ্যতা গড়ে তোলা সম্ভব।
দু’দিনব্যাপী এই আয়োজনে পাঁচটি পূর্ণাঙ্গ অধিবেশন ও আটটি ব্রেকআউট সেশন অনুষ্ঠিত হবে। এতে বিশ্বের ২৫টিরও বেশি দেশ থেকে ১৮০ জনের বেশি বিদেশি প্রতিনিধি অংশ নিচ্ছেন।



