ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, বাংলাদেশের সঙ্গে পারস্পরিক লাভজনক সংলাপের অনুকূল পরিবেশে সব বিষয়ে আলোচনা করতে প্রস্তুত ভারত।
শুক্রবার (২৩ জুন) নিয়মিত সংবাদ সম্মেলনে গঙ্গা নদীর পানি বণ্টন চুক্তি নবায়ন প্রসঙ্গে তিনি বলেন, “আমরা গঙ্গাসহ মোট ৫৪টি নদীর পানি ভাগাভাগি করি। এসব নিয়ে আলোচনা করার জন্য আমাদের একটি যৌথ নদী কমিশন (জেআরসি) রয়েছে।”
বাণিজ্য সংক্রান্ত এক প্রশ্নে তিনি বলেন, “বাংলাদেশের পক্ষ থেকে ন্যায়বিচার, সমমর্যাদা ও পারস্পরিক চাহিদার ভিত্তিতে ভারতে সংশোধিত বাণিজ্যিক ব্যবস্থা গৃহীত হয়েছে। তবে বহুদিন ধরে ঝুলে থাকা অনেক বিষয়ের এখনও সমাধান হয়নি। এ নিয়ে সচিব পর্যায়সহ বিভিন্ন স্তরে বহু গঠনমূলক আলোচনা হয়েছে।”
ঢাকার খিলক্ষেতে দুর্গা মন্দির ভাঙার বিষয়ে তিনি উদ্বেগ জানিয়ে বলেন, “আমরা জানতে পেরেছি, কট্টরপন্থিরা একটি মন্দির ভাঙার দাবি তোলে এবং সরকার তা মেনে নিয়ে ‘অবৈধ জমি ব্যবহারের’ যুক্তিতে ভাঙার অনুমতি দেয়। আমরা এতে অত্যন্ত হতাশ। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়, তাদের উপাসনালয় ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব।”
চীনের কুনমিং শহরে বাংলাদেশ, চীন ও পাকিস্তানের মধ্যে অনুষ্ঠিত একটি ত্রিপক্ষীয় বৈঠক নিয়ে প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, “আমরা আমাদের প্রতিবেশী অঞ্চলের ঘটনাপ্রবাহে নিবিড় নজর রাখি, কারণ এটি আমাদের স্বার্থ ও নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত। প্রতিটি দেশের সঙ্গে আমাদের সম্পর্ক পৃথক ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে এবং আমরা ক্রমবর্ধমান পরিস্থিতিও বিবেচনায় নিই।”
উল্লেখ্য, ১৯ জুন চীনের কুনমিংয়ে ‘চায়না-সাউথ এশিয়ান এক্সপো ও কো-অপারেশন’ সম্মেলনের সাইডলাইনে তিন দেশের পররাষ্ট্র সচিবদের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।



