মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের সাথে আলোচনায় যুক্তরাষ্ট্র
মোহনা অনলাইন
ইসরায়েল ও ইরানের মধ্যে টেকসই শান্তি প্রতিষ্ঠার বিষয়ে পাকিস্তানের সঙ্গে আলোচনা করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (২৬ জুন) এক ফোনালাপে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই ইস্যুতে কথা বলেন। বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।
ফোনালাপে রুবিও বলেন, ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, তা নিশ্চিত করা জরুরি। তিনি মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানান, দেশটি সবসময় মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে গঠনমূলক ভূমিকা রাখতে আগ্রহী। তিনি ইসরায়েল-ইরান যুদ্ধবিরতিতে প্রেসিডেন্ট ট্রাম্পের সাহসী ভূমিকারও প্রশংসা করেন।
এর আগে ট্রাম্প হোয়াইট হাউসে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে সাক্ষাৎ করেন, যেখানে ইরান ইস্যুতে আলোচনা হয়। ট্রাম্প মন্তব্য করেন, “পাকিস্তান ইরানকে অন্য যেকোনো দেশের চেয়ে ভালো বোঝে।”
প্রসঙ্গত, ওয়াশিংটনে ইরানের কোনো দূতাবাস না থাকায় পাকিস্তানের দূতাবাস ইরানের স্বার্থ রক্ষায় দায়িত্ব পালন করে থাকে।
উল্লেখ্য, চলতি মাসে ইসরায়েলের ইরানে হামলার মধ্য দিয়ে শুরু হওয়া সংঘাতে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায়। জবাবে ইরান কাতারের একটি মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালায়। এরপর প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন।
পাকিস্তান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার নিন্দা জানালেও, সম্প্রতি কাশ্মীর সীমান্তে চার দিনের যুদ্ধ বন্ধে ট্রাম্পের ভূমিকার প্রশংসা করে তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়ার ঘোষণা দিয়েছে ইসলামাবাদ।



