শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা তার ছয় বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন। গতকাল (২৫ জুন) নিজের সোশ্যাল মিডিয়ায় তিনি বিচ্ছেদের কথা জানান। সেখানে কনা লেখেন, “আমি আপনাদের ভালোবাসার কনা। জন্ম, মৃত্যু, বিয়ে—সবই আল্লাহর ইচ্ছায় ঘটে।” এই ঘোষণা দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং শোবিজ অঙ্গনে আলোচনার জন্ম দেয়।
এ প্রজন্মের আরেক জনপ্রিয় সংগীতশিল্পী সালমা আক্তার কনার এই দুঃসময়ে সহমর্মিতা জানিয়ে নিজের ফেসবুক পোস্টে লেখেন, “মানুষ মারা গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়। কঠিন সময়ে শিল্পীদের একসঙ্গে দাঁড়িয়ে থাকা জরুরি। এই ক্ষণস্থায়ী দুনিয়ায়, যার যার কষ্ট তার তার, সবাই একসঙ্গে ভালো থাকার চেষ্টা করুন।”
যদিও সালমা সরাসরি কনার নাম উল্লেখ করেননি, তবে তার লেখার সারমর্মে শিল্পী কনার প্রতি সহানুভূতি স্পষ্ট।
সালমা আরও লেখেন, “আমাদের কর্তব্য সবাই একসাথে মিলে থাকাটা। দুই দিনের দুনিয়া কে কখন আছি, আবার নেই।”
এক ভিডিও বার্তায় তিনি দুঃখ প্রকাশ করে বলেন, “একই অঙ্গনের মানুষদের বিপদে সবাই একজোট হয়ে পাশে থাকে, কিন্তু শিল্পীদের মধ্যে সে ঐক্য দেখা যায় না। কেউ বিপদে পড়লে অনেকেই চুপ থাকেন, কেউ কেউ তো মজাও নেন।”
অন্যদিকে, কনার বিচ্ছেদের ঘোষণার কিছুক্ষণ পরেই সংগীতশিল্পী ফারহানা ন্যান্সির একটি স্ট্যাটাস নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। সেখানে ন্যান্সি লেখেন, “জন্ম, মৃত্যু, বিয়ে, বিচ্ছেদ—এর সবই আল্লাহর ইচ্ছায় হয়—বাণীতে শেয়াল রানি।”
এই স্ট্যাটাসকে অনেকেই কনার প্রতি পরোক্ষ মন্তব্য হিসেবে দেখছেন, যা ঘিরে সোশ্যাল মিডিয়ায় আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।



