বিনোদন

অপূর্ব’র জন্মদিন আজ

মোহনা অনলাইন

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে দর্শকদের হৃদয় জয় করে আসছেন। টেলিভিশন ইন্ডাস্ট্রিতে তিনি একজন আলোচিত ও বহুল চাহিদাসম্পন্ন অভিনেতা। নাটক ও টেলিফিল্মে তার উপস্থিতি বরাবরই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করে।

আজ ২৭ জুন, অপূর্বর জন্মদিন। মজার বিষয় হলো, তার একমাত্র ছেলে জায়ান আয়াশ ফারুকের জন্মদিনও আজ। অর্থাৎ এই দিনে বাপ-বেটার একসঙ্গে জন্মদিন, যা ভক্তদের আনন্দে ভরিয়ে দিয়েছে।

ঢাকায় জন্ম নেওয়া অপূর্বর মা ফিরোজা আহমেদ ছিলেন রাজশাহী বেতারের শিল্পী। ছোটবেলা থেকেই শোবিজের সঙ্গে তার ঘনিষ্ঠতা। ২০০২ সালে ‘ইউ গট দ্য লুকস’ প্রতিযোগিতায় ‘মিস্টার বাংলাদেশ’ খেতাব অর্জনের মধ্য দিয়ে তার যাত্রা শুরু।

অভিনয়ে অপূর্বর পথচলা শুরু হয় অমিতাভ রেজা চৌধুরীর পরিচালনায় একটি বিজ্ঞাপনচিত্র দিয়ে। নাটকে অভিষেক হয় ২০০৬ সালে গাজী রাকায়েতের ‘বৈবাহিক’ নাটকের মাধ্যমে। এরপর থেকে তিনি টানা কাজ করে যাচ্ছেন ছোট পর্দায়। ২০১৫ সালে আশিকুর রহমানের পরিচালনায় ‘গ্যাংস্টার রিটার্নস’ সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক ঘটলেও, মূলত তিনি ছোট পর্দাতেই নিজেকে ব্যস্ত রেখেছেন।

অপূর্ব শুধু অভিনয়েই নয়, সংগীতেও পারদর্শী। তার কণ্ঠে গাওয়া ‘তুমি আকাশ হয়ে যাও’ গানটি দর্শকপ্রিয়তা পেয়েছে।

ব্যক্তিগত জীবনে অপূর্ব তিনবার বিয়ে করেছেন। ২০১০ সালে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে বিয়ে করলেও সেই সংসার ভেঙে যায় এক বছরেই। ২০১১ সালে বিয়ে করেন নাজিয়া হাসান অদিতিকে, যার ঘরে জন্ম নেয় তাদের সন্তান আয়াশ। ২০২০ সালে এই দাম্পত্যের অবসান হয়। পরে, ২০২১ সালের ২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ানকে বিয়ে করেন অপূর্ব।

অভিনেতা অপূর্ব ও তার ছেলে আয়াশ—দুজনেই আজ জন্মদিনের আনন্দে সিক্ত। তাদের প্রতি ভক্তদের শুভেচ্ছা ও ভালোবাসায় ভরে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button