রাজধানীর টেকনিক্যাল মোড়ে সিগন্যাল চলাকালীন সময়ে এসবি সুপার ডিলাক্স পরিবহণের একটি বাস রোড ডিভাইডারে উঠে গিয়ে এক পথচারীকে চাপা দেয়। ঘটনাস্থলেই ওই ব্যক্তি নিহত হন। শুক্রবার (২৭ জুন) বেলা পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও একজন গুরুতর আহত হয়েছেন।
নিহত ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী নজরুল ইসলাম জানান, “ভিআইপি মুভমেন্টের কারণে তখন ট্রাফিক সিগন্যাল চলছিল। আমরা কয়েকজন রাস্তা পার হচ্ছিলাম। হঠাৎ দ্রুতগতির বাসটি এসে আইল্যান্ডে উঠে যায়। যে ব্যক্তি ঠিক আইল্যান্ডের ওপর দাঁড়িয়ে ছিলেন, বাসটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।”
দুর্ঘটনার সময় ভিআইপি মুভমেন্ট থাকায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।
মিরপুর ট্রাফিক জোনের ট্রাফিক ইনচার্জ (টিআই) আমজাদ হোসেন বলেন, “ভিআইপি মুভমেন্টের কারণে তখন সিগন্যাল দেওয়া ছিল। এ সময় বাসটি হঠাৎ রোড ডিভাইডারে উঠে গেলে এক পথচারী নিহত হন।”
ঘটনার সময় দায়িত্বে থাকা এক পুলিশ সদস্য জানান, “আমরাও ওই এলাকায় ডিউটি করছিলাম। হঠাৎ বাসটি উঠে এলে অল্পের জন্য রক্ষা পাই।”



