হঠাৎই সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের সাজে দেখা গেল দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মেহেদি পরার ছবি ও ভিডিও শেয়ার করেছেন তিনি।
বৃহস্পতিবার (২৬ জুন) দিবাগত রাত ২টায় ফেসবুকে তিনটি ব্রাইডাল লুকের ছবি পোস্ট করেন ফারিয়া। শুভ্র সাদা লেহেঙ্গায় মোহনীয় ও জমকালো রূপে ধরা দেন তিনি। গ্ল্যামারাস মেকআপ হলেও ছিল ন্যাচারাল টাচ। লেহেঙ্গায় স্টোন ও সূচিকর্মের অপূর্ব সংমিশ্রণ ছিল। রুপালি রঙের স্টোন বসানো লেইসে ছিল হালকা ও সূক্ষ্ম কারুকাজ।
পোশাকের সঙ্গে মানানসইভাবে পরেছিলেন স্টোন ও পুতির ভারী গয়না। চুলে বেনী করে তাতে সাদা ফুলের গাজরা জুড়েছিলেন।
এর আগেও ফেসবুকে লাল রঙের পোশাকে মেহেদি পরা হাতে একটি ছবি পোস্ট করেছিলেন ফারিয়া। তখন তাকে গোলাপি সালোয়ার কামিজে দেখা যায়, সঙ্গে ভারী কানের দুল ও বেনী করা চুল। মেহেদি পরার মুহূর্তের একটি ভিডিওও শেয়ার করেন তিনি।
স্নিগ্ধ সে সাজ এবং সাবলীল উপস্থিতি ইতোমধ্যে নেটিজেনদের মন জয় করেছে।



