Top Newsআন্তর্জাতিক

নেতানিয়াহুর দুর্নীতি মামলার আবেদন খারিজ করল ইসরায়েলি আদালত

মোহনা অনলাইন

দুর্নীতি মামলার বিচার কার্যক্রমে দুই সপ্তাহের বিরতির জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর আবেদন খারিজ করে দিয়েছে জেরুজালেম জেলা আদালত।

বৃহস্পতিবার (২৬ জুন) নেতানিয়াহুর আইনজীবী অমিত হাদাদ এই আবেদন দাখিল করেন। তবে শুক্রবার (২৭ জুন) আদালতের বিচারপতি রিভকা ফ্রিডম্যান-ফেল্ডম্যান জানান, “আবেদনে বিরতির জন্য যথাযথ কারণ বা বিস্তারিত ভিত্তি উপস্থাপন করা হয়নি। তাই বিচার কার্যক্রম পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী চলবে।”

নেতানিয়াহুর পক্ষ থেকে বলা হয়, ইরানের সঙ্গে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে ‘কূটনৈতিক, জাতীয় এবং নিরাপত্তা সংক্রান্ত’ বিষয়গুলোতে মনোযোগ দেওয়ার জন্যই এই বিরতির প্রয়োজন। তবে জেরুজালেমের অ্যাটর্নির অফিস আবেদনটির বিরোধিতা করে জানায়, সাধারণ এমন কারণ দুই সপ্তাহের শুনানি স্থগিতের যৌক্তিকতা দেয় না, বিশেষ করে গ্রীষ্মকালীন ছুটির আগে।

এছাড়া তারা উল্লেখ করে, নেতানিয়াহুকে আগেই কিছু সুবিধা দেওয়া হয়েছে— যেমন সপ্তাহে তিনবারের বদলে দুইবার সাক্ষ্য দেওয়ার অনুমতি।

প্রসঙ্গত, ২০১৯ সালে নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ, জালিয়াতি ও আস্থা ভঙ্গের অভিযোগে তিনটি মামলা দায়ের হয়। ২০২০ সালে এসব মামলার বিচার শুরু হয়।

এক মামলায় অভিযোগ রয়েছে, তিনি ও তার স্ত্রী সারা নেতানিয়াহু রাজনৈতিক সুবিধার বিনিময়ে ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় ২ লাখ ৬০ হাজার ডলারের বিলাসবহুল উপহার নিয়েছেন। অন্য দুটি মামলায় নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলের দুটি সংবাদমাধ্যমকে বিশেষ সুবিধা দেওয়ার চেষ্টা করার অভিযোগ আনা হয়েছে। তবে নেতানিয়াহু শুরু থেকেই সব অভিযোগ অস্বীকার করে আসছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button