বিনোদন

বাউল খোয়াজ মিয়া আর নেই

মোহনা অনলাইন

‘যাইও না যাইও না কন্যাগো, কইন্যা যাইও না নাইওর, তুমি বিনে কেমনে থাকি একেলা বাসর কন্যাগো’— জনপ্রিয় এই বাউল গানের রচয়িতা, নিভৃতচারী মরমী সাধক ও গীতিকার বাউল খোয়াজ মিয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গতকাল বৃহস্পতিবার (২৬ জুন) বিকেল সাড়ে তিনটায় তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার নিজ বাড়িতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তাঁর মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেন সংগীতশিল্পী আকাশ গায়েন।

খোয়াজ মিয়া ছিলেন ফকির দুর্বিন শাহর শিষ্য। ১৯৬২ সালে তিনি শিষ্যত্ব গ্রহণ করেন। তাঁর গানগুলোতে আধ্যাত্মিকতা, মানবতাবাদ ও জীবনের গভীর দর্শন প্রতিফলিত হয়েছে।

তাঁর রচিত জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে, ‘আমার ভয় লাগিল মনেরে, ভয় লাগিল মনে,
আমায় কোনোদিন ধরিয়া নিবো যমে’, ‘ভুবন-মোহন রূপ তোমারই, দেখলে প্রাণ জুড়ায়, আমার বাড়ি আয়রে বন্ধু, আমার বাড়ি আয়’, ‘লাগাইয়া পিরিতের ডুরি, আলগা থাকি টানেরে, আমার বন্ধু মহা জাদু জানে’।

বাউল খোয়াজ মিয়া ১৯৪২ সালের ১২ মার্চ সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন মৌলভি আজিজুর রহমান ও মাতা আছতুরা বিবি। শৈশব থেকেই সংগীতের প্রতি তাঁর গভীর অনুরাগ ছিল। পরিবারের আপত্তি সত্ত্বেও তিনি গানকে সঙ্গী করে গ্রামের পথে পথে ঘুরে বেড়াতেন।

শুক্রবার সকাল ১০টায় দৌলতপুর আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বাংলা বাউল সংগীত জগতে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button