Top Newsজাতীয়

স্থানীয় সরকারের নির্বাচন আগে হওয়া উচিত : জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে সরকারের বিশ্বাসযোগ্যতা ও দক্ষতা প্রমাণ পাওয়া যাবে এবং স্থানীয় সরকারে বিরাজমান বিশৃঙ্খলা ঠেকানো সম্ভব হবে। এই দুই কারণে জামায়াত জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন হওয়া উচিত।

গতকাল শুক্রবার (২৭ জুন) সন্ধ্যায় সিলেট বন্দরবাজারের কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্সে নুর ফাউন্ডেশন আয়োজিত ‘অর্থসহ আমপারা মুখস্থ প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন ডা. শফিকুর রহমান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, দুটি কারণে আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত। প্রথমটি হলো দেশে ‘হিউজ পাবলিক সাফারিং’ হচ্ছে। ইউনিয়ন পরিষদ ছাড়া স্থানীয় সরকারের কোনো স্তরে জনপ্রতিনিধি নেই। সব জায়গায় বিশৃঙ্খল অবস্থা বিরাজ করছে। দ্রুত এসব সমস্যার সমাধান প্রয়োজন। দ্বিতীয়টি হলো জাতীয় নির্বাচনের আগে যদি স্থানীয় নির্বাচন হয়, তবে নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা ও দক্ষতার প্রমাণ যাচাই হবে। এই দুই কারণে আমরা মনে করি আগে স্থানীয় নির্বাচন হওয়া উচিত।

নুর ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান মুকতাবিস-উন-নুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সভাপতি অধ্যক্ষ মাসউদ খান, সিলেট ইসলামিক সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ফজলুর রহমান, আঞ্জুমানে খেদমতে কুরআনের সভাপতি সৈয়দ একরামুল হক, দাওয়াতুল ইসলাম ইউকের সাবেক আমির হাফিজ শফিকুর রহমান মাদানী, জাতীয় ইমাম সমিতির মহাসচিব শাহ নজরুল ইসলাম ও ইকরা ইন্টারন্যাশনাল ইউকের চেয়ারম্যান ব্যারিস্টার নাজির আহমদ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button