জাতিসংঘের পরমাণু সংস্থার প্রধানকে আর ইরানে ঢুকতে দেওয়া হবে না: আরাগচি
মোহনা অনলাইন
জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা আইএইএ-এর মহাপরিচালক রাফায়েল গ্রোসির ইরানে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে তেহরান। একইসঙ্গে সংস্থাটিকে দেশটির পারমাণবিক স্থাপনাগুলোতে নজরদারি ক্যামেরা বসানোর অনুমতিও দেওয়া হবে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
সরকারি বার্তাসংস্থা আইআরএনএ-কে দেওয়া এক বিবৃতিতে আরাঘচি বলেন, “আমরা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে (আইএইএ) আমাদের কেন্দ্রগুলোতে ক্যামেরা বসাতে দেব না এবং সংস্থার প্রধান গ্রোসির প্রবেশও নিষিদ্ধ থাকবে।”
এই ঘোষণা এমন সময়ে এলো, যখন ইরান ও আইএইএ-এর সম্পর্ক চরম উত্তেজনাপূর্ণ। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার পর নজরদারি ও স্বচ্ছতা ইস্যুতে দুই পক্ষের মধ্যে মতবিরোধ আরও বেড়েছে।
মাত্র কয়েকদিন আগেই ইরানের পার্লামেন্ট একটি আইন পাস করেছে, যাতে আইএইএ-এর সঙ্গে সহযোগিতা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রসঙ্গত, ১৩ জুন শুরু হওয়া ১২ দিনের সংঘর্ষে ইসরায়েলের বিমান হামলায় ইরানে ৬০৬ জন নিহত ও ৫,৩৩২ জন আহত হয়। এর পাল্টা জবাবে ইরানও ইসরায়েলের ওপর মিসাইল ও ড্রোন হামলা চালায়, যাতে ২৯ জন নিহত ও প্রায় ৩,৪০০ জন আহত হয়।
শেষ পর্যন্ত ২৪ জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ।



