
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সারা দেশে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি ঘোষণা করেছে। ১ জুলাই শুরু হয়ে এ কর্মসূচি চলবে ৩০ জুলাই পর্যন্ত।
রোববার (২৯ জুন) সকালে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি জানান, “জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আমরা দেশজুড়ে পদযাত্রা আয়োজন করছি। শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে কর্মসূচির সূচনা হবে, যা দেশব্যাপী ঘুরে শেষে ঢাকায় ফিরে আসবে।”
নাহিদ ইসলাম বলেন, “গত এক বছরে আমাদের কিছু সাফল্য যেমন রয়েছে, তেমনি কিছু অপ্রাপ্তিও ছিল। তবে ঐতিহাসিক জুলাই-আগস্টের ৩৬ দিন স্মরণ করা আমাদের নৈতিক দায়িত্ব।”
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আগামী ১৬ জুলাই ‘বৈষম্যবিরোধী শহীদ দিবস’ পালন করবে এনসিপি। কর্মসূচিকে কেন্দ্র করে দলটি দেশজুড়ে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছে।