পাকিস্তানের মধ্যাঞ্চলে ৫ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রবিবার (২৯ জুন) ভোরে অনুভূত এই কম্পনের উৎস ছিল ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে, যা একে অগভীর ভূমিকম্পে পরিণত করে এবং তীব্রভাবে অনুভূত হয়।
জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) এ তথ্য নিশ্চিত করেছে। একইসঙ্গে ইউরো-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মুলতান শহর থেকে প্রায় ১৪৯ কিলোমিটার পশ্চিমে।
তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং ক্ষয়ক্ষতিরও তথ্য মেলেনি। চলতি মাসে এটি পাকিস্তানে আঘাত হানা কয়েকটি ভূমিকম্পের একটি। এর আগে জুলাইয়ের শুরুতে ৪.৬ মাত্রার আরেকটি ভূমিকম্পে কেঁপেছিল দেশটি, জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)।



