বিনোদন

মুরাদনগরের ঘটনার প্রতিবাদে সরব তারকারাও!

মোহনা অনলাইন

কুমিল্লার মুরাদনগরে ঘরের দরজা ভেঙে এক নারীকে (২৫) ধর্ষণের ঘটনায় গোটা দেশ তোলপাড়। এ ঘটনার একটি ভিডিও ক্লিপ (২৮ জুন) শনিবার ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে শুরু হয় সমালোচনা। ঘটনায় জড়িতদের বিচারের দাবি ওঠে। সেইসঙ্গে বিচারের দাবি তুলেছেন দেশের তারকারাও।

এই ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া, তমা মির্জা, মৌসুমী হামিদ, জয় চৌধুরী, আরশ খান, প্রার্থনা ফারদিন দীঘিসহ অনেক আরও অনেক তারকা। এই ঘটানায় প্রতিবেদ জানিয়ে ফেসবুক পোস্টে নুসরাত ফারিয়া লিখেছেন, ‘স্টপ রেপ।’ সংগীতশিল্পী ও অভিনয়শিল্পী পারশা মাহজাবীন পূর্ণী লিখেছেন, ‘বিবস্ত্র বাংলাদেশ।’

অভিনেত্রী তমা মির্জা লিখেছেন, ‘মুরাদনগর, কুমিল্লা! বিভৎসতা! লজ্জা’।  অভিনেত্রী মৌসুমী হামিদ লিখেছেন, ‘মানুষ আর মানুষ নেই। পৃথিবী শেষ হয়ে যাচ্ছে। কারণ আর কোনো মানুষ থাকবে না। খুব শিগগিরই।’ হ্যাশট্যাগ দিয়ে আরেক চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি লিখেছেন, ‘ধর্ষণকে না বলুন। এর বিরুদ্ধে রুখে দাঁড়ান। নীরবতাই সমর্থন। ধর্ষণ বন্ধ করুন।’

দীর্ঘ লম্বা একটি পোস্টে অভিনেতা জিয়াউল রোশান লিখেছেন, ‘কুমিল্লার মুরাদনগরের ঘটনায় ধর্ষকদের একটাই শাস্তি চাই। জনসম্মুখে ফাঁসি। তারা কোন দল করে, আর কোন ধর্মের সেটা জানা দরকার নাই, জানতেও চাই না, জাস্ট জনসম্মুখে ফাঁসি চাই।’

জিয়াউল রোশান যোগ করেন, ‘আর আপনারা যারা সমবেদনা জানিয়ে সেই ভিডিওটি শেয়ার করছেন আবার কেউ কেউ ভিউ পাবার লোভে সেই ভিডিওটা আপলোড করছেন, আপনারাও সে ধর্ষণকারীর মতোই অপরাধী। আপনারা ভিউখোর রাক্ষস। ফাজলামি ছেড়ে দেন আর অতি সত্তর এইসব ডিলিট করেন।’

ছোটপর্দার অভিনেতা আরশ খান এই ঘটনাট প্রতিবাদ জানিয়ে লিখেছেন, ‘কাপুরুষত্ব যখন চরম পর্যায়ে পৌছায় তখন তা কুপুরুষত্বে রুপ নেয়। জন্ম পরিচয়হীন না হলে একজন নারীর সাথে এমন করা সম্ভব না। একবার জারজ সবসময় জারজই থাকে।’

‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত অভিনেতা শিমুল শার্মা এক পোস্টে লিখেছেন, ‘কোথায় স্বর্গ? কোথায় নরক? কে বলে তা বহুদূর?
মানুষেরই মাঝে স্বর্গ-নরক, মানুষেতে সুরাসুর।’

উল্লেখ্য, কুমিল্লার মুরাদনগরে বসতঘরের দরজা ভেঙে ধর্ষণের অভিযোগে ভুক্তভোগী নিজেই বাদী হয়ে শুক্রবার মুরাদনগর থানায় অভিযুক্ত ফজর আলীকে আসামি করে একটি ধর্ষণ মামলা করেছেন।

মামলার এজাহারে ভুক্তভোগী নারী উল্লেখ করেন, গত বৃহস্পতিবার দিবাগত রাতে তিনি ধর্ষণের শিকার হয়েছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button