ভারতের ওড়িশার পুরীতে রবিবার, ২৯ জুন ভোরে পবিত্র রথযাত্রার সময় পদদলনের ঘটনায় তিনজন ভক্ত প্রাণ হারিয়েছেন এবং বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে গুন্ডিচা মন্দিরের কাছে, যেখানে হাজারো ভক্ত জগন্নাথদেবের রথযাত্রা প্রত্যক্ষ করতে সমবেত হয়েছিলেন।
ভোর সাড়ে চারটার দিকে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথ মন্দিরের কাছাকাছি পৌঁছালে প্রচণ্ড ভিড়ের মধ্যে বিশৃঙ্খলা শুরু হয়। হুড়োহুড়ির মধ্যে কয়েকজন মাটিতে পড়ে গেলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পদদলনের ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন ৭০ বছর বয়সী প্রেমাকান্ত মোহান্তি, প্রভাতী দাস এবং বাসন্তী সাহু—তিনজনই খুরদা জেলার বাসিন্দা। তারা ধর্মীয় আনুষ্ঠানে অংশ নিতে পুরীতে এসেছিলেন।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ঘটনাস্থলে নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণে পুলিশের প্রস্তুতি ছিল অপ্রতুল। অনেকেই অভিযোগ করছেন, অতিরিক্ত ভক্ত সমাগমের বিষয়ে আগে থেকে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
পুরীর জেলা প্রশাসক সিদ্ধার্থ শঙ্কর স্বয়েন জানান, মৃতদের ময়নাতদন্ত করা হচ্ছে এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বলেন, “প্রশাসনের পক্ষ থেকে যথাসম্ভব ব্যবস্থা নেওয়া হয়েছিল, কিন্তু হঠাৎ অতিরিক্ত জনসমাগমে এই দুর্ঘটনা ঘটে।”
ঘটনার পর রাজনৈতিক মহলে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিজেডি প্রধান নবীন পট্টনায়েক এ ঘটনাকে ‘ভয়াবহ বিশৃঙ্খলা’ বলে আখ্যা দেন। তিনি বলেন, “আমরা এখন কেবল প্রার্থনা করতে পারি। মহাপ্রভু জগন্নাথ যেন এই দুর্ঘটনার জন্য দায়ী সকলকে ক্ষমা করেন।”



