দৌলতদিয়ার যৌনকর্মীদের জীবন, সামাজিক পরিচয় ও অধিকারের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘নীলপদ্ম’। সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রুনা খান। সম্প্রতি টোকিও লিফট অব চলচ্চিত্র উৎসব ২০২৫-এ এটি সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার অর্জন করেছে।
পুরস্কারপ্রাপ্তির পর নির্মাতা তৌফিক এলাহি বলেন, “সিনেমাটি নির্বাচিত হয়েছে জেনে ভালো লেগেছিল, কিন্তু সেরা ফিচার ফিল্মের পুরস্কার পাবে—সেটা ভাবিনি। ‘নীলপদ্ম’ আমার গবেষণাধর্মী নির্মাণ। এটি শুধু আমার নয়, শিল্পী ও কলাকুশলীদের সম্মিলিত অর্জন।” তিনি জানান, পুরস্কারপ্রাপ্তির তথ্য আগে ই-মেইলে জানানো হলেও চেক করতে দেরি হওয়ায় দেরিতে তা প্রকাশ করেন।
এর আগে ‘নীলপদ্ম’র ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় নিউ ইয়র্কের সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসবে। চলতি বছর এটি প্রদর্শিত হয়েছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও।
চরিত্রে ডুবে যাওয়ার অভিজ্ঞতা জানাতে গিয়ে রুনা খান বলেন, “জানুয়ারিতে জীবনে প্রথমবার দৌলতদিয়ায় যাই। টানা তিন দিন ছিলাম সেখানে। অভিজ্ঞতাটা গভীরভাবে নাড়া দিয়েছিল।”
সিনেমাটিতে আরও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, রোকেয়া প্রাচী, সুজাত শিমুল, শাহেদ আলী ও একে আজাদ সেতু। প্রযোজনায় ছিল ইমপ্রেস টেলিফিল্ম। বর্তমানে ‘নীলপদ্ম’ দেখা যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে।



