গাজা যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আশাবাদী মন্তব্যে বিস্ময় প্রকাশ করেছেন ইসরায়েলি কর্মকর্তারা। তারা ট্রাম্পের বক্তব্যকে ‘রাজনৈতিক কল্পনাবিলাস’ হিসেবে বর্ণনা করেছেন। খবর আনাদোলু এজেন্সির।
রোববার (২৯ জুন) নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েলি কর্মকর্তা জানান, হামাস ও নেতানিয়াহু সরকারের মধ্যে অবস্থানে এখনো কোনো অগ্রগতি হয়নি। ফলে যুদ্ধবিরতির সম্ভাবনা এখনও অনিশ্চিত।
তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র একটি পূর্ণাঙ্গ চুক্তির পক্ষে—যেখানে যুদ্ধবিরতি, ইসরায়েলি বন্দিদের মুক্তি এবং সংঘাতের সমাপ্তির বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে। এতে করে ওই অঞ্চলে সম্পর্ক স্বাভাবিককরণের প্রক্রিয়াও এগিয়ে নেওয়া সম্ভব হবে।
সম্প্রতি ট্রাম্প বলেছেন, “আমরা আশা করছি, আগামী এক সপ্তাহের মধ্যেই যুদ্ধবিরতি হবে।” তবে হোয়াইট হাউসের কর্মকর্তারাও স্বীকার করেছেন, এই বক্তব্যের পেছনে ট্রাম্পের কী ভিত্তি রয়েছে, তা তারা জানেন না।
মার্কিন প্রশাসনের সূত্র অনুযায়ী, বন্দিবিনিময় চুক্তি নিয়ে এখনও তেমন কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। যদিও কাতার ও মিসরের মধ্যস্থতায় আলোচনা চলছে বলে জানা গেছে।
এদিকে ট্রাম্পের দূত স্টিভ উইটকফের মধ্যপ্রাচ্য সফরের খবরকেও ‘ভিত্তিহীন’ দাবি করে প্রত্যাখ্যান করেছে সংশ্লিষ্ট পক্ষগুলো।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ট্রাম্প সম্ভবত ইরান-ইসরায়েলের সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই সংকটকে রাজনৈতিকভাবে কাজে লাগাতে চাইছেন।



