Top Newsআন্তর্জাতিক

কয়েক মাসের মধ্যে আবারও ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারে ইরান: আইএইএ প্রধান

মোহনা অনলাইন

ইরান কয়েক মাসের মধ্যেই আবারও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করতে পারে, যা তাদের পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা অর্জনে সহায়তা করতে পারে—এমন সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসি। গতকাল (শনিবার) সিবিএস নিউজ-এ এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

গ্রোসি জানান, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি পরমাণু স্থাপনায় ধ্বংস হলেও সেগুলো পুরোপুরি নিশ্চিহ্ন হয়নি। তার ভাষায়, “খোলাখুলি বললে, কেউ বলতে পারবে না যে সবকিছু ধ্বংস হয়ে গেছে। এখনো অনেক কিছু অক্ষত রয়েছে।”

অন্যদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, এসব স্থাপনা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তার অভিযোগ, মিডিয়া এই সফল সামরিক অভিযানকে খাটো করে দেখানোর চেষ্টা করছে।

গত ১৩ জুন ইসরায়েল প্রথমে ইরানের পরমাণু ও সামরিক স্থাপনায় বিমান হামলা চালায়। এরপর যুক্তরাষ্ট্রও হামলায় যোগ দিয়ে ফোরদো, নাতাঞ্জ ও ইসফাহানের স্থাপনাগুলোতে বোমা ফেলে। যদিও এই হামলায় প্রকৃত ক্ষয়ক্ষতি কতটা হয়েছে, তা এখনো পরিষ্কার নয়।

সিবিএসকে দেওয়া সাক্ষাৎকারে গ্রোসি আরও বলেন, “তেহরান এখনো প্রযুক্তিগত ও শিল্প সক্ষমতা ধরে রেখেছে। চাইলে কয়েক মাসের মধ্যেই আবারও সমৃদ্ধকরণ শুরু করতে পারে।”

পেন্টাগনের একটি গোয়েন্দা বিশ্লেষণেও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের হামলা ইরানের পরমাণু কর্মসূচিকে মাত্র কয়েক মাসের জন্য পিছিয়ে দিতে পেরেছে।

এদিকে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান যদি আবার ইউরেনিয়াম সমৃদ্ধ করা শুরু করে, তাহলে নতুন করে হামলার মুখোমুখি হতে হবে। যদিও বর্তমানে ইরান ও ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।

অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি হামলার ক্ষয়ক্ষতিকে ‘গুরুতর’ বলে উল্লেখ করলেও বিস্তারিত কিছু জানাননি।

এ অবস্থায় গত সপ্তাহে ইরানের পার্লামেন্ট আইএইএর সঙ্গে সহযোগিতা স্থগিতের সিদ্ধান্ত নেয়। তাদের অভিযোগ, জাতিসংঘের এ সংস্থা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ অবলম্বন করছে।

প্রসঙ্গত, গত মাসে আইএইএ জানিয়েছিল, ইরান ২০ বছরের মধ্যে প্রথমবারের মতো পরমাণু অস্ত্র বিস্তার রোধবিষয়ক চুক্তি লঙ্ঘন করেছে। তবে ইরান শুরু থেকেই দাবি করে আসছে, তাদের কর্মসূচি শান্তিপূর্ণ ও বেসামরিক চাহিদা পূরণের জন্য।

২০১৫ সালের পরমাণু চুক্তি অনুযায়ী, ইরান ৩.৬৭ শতাংশের বেশি ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে না এবং ফোরদো স্থাপনাটি নিষ্ক্রিয় থাকবে। কিন্তু ২০১৮ সালে ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ওই চুক্তি থেকে প্রত্যাহার করে নেন ও নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন। এরপর থেকে ইরান চুক্তির শর্ত লঙ্ঘন করে ২০২১ সালে ফের সমৃদ্ধকরণ শুরু করে।

আইএইএর মতে, ইরান বর্তমানে ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম এমন পরিমাণে মজুত করেছে, যা দিয়ে অন্তত নয়টি পারমাণবিক বোমা তৈরি সম্ভব।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button