ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজন নারী মারা গেছেন। এ সময় নতুন করে ৩৮৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
রোববার প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন আক্রান্তদের মধ্যে ৩২৩ জনই ঢাকার বাইরের।
চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত ৪২ জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ২৩ জন পুরুষ ও ১৯ জন নারী। এ পর্যন্ত দেশে মোট ৯ হাজার ৮৬৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ৫ হাজার ৮২৫ জন পুরুষ এবং ৪ হাজার ৪২ জন নারী।



