Top Newsধর্ম ও জীবন
Trending

মোহনা টেলিভিশনে সম্প্রচারিত হতে যাচ্ছে ইসলামী অনুষ্ঠান সহজ পথ

মোহনা অনলাইন

ইসলাম শান্তিময় জীবনধারনের সহজ পথ। সকল মতভেদ,ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থ ও বিভ্রান্তিকে এড়িয়ে প্রজ্ঞা ও মানবিকতার দৃষ্টিতে ইসলামী বিধানগুলো নিয়ে মোহনা টেলিভিশনের আলোচনার অনুষ্ঠান “সহজ পথ”। সমসাময়িক বিষয় ও বিশ্বে¦ তৈরী হওয়া নতুন সংকটের বিশ্লেষণ ও কুরআন হাদিসের আলোকে এর সমাধান অন্বেষণ করা এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।
আগামী মঙ্গলবার ০১ জুলাই ২০২৫ সকাল ৯:৩০ মিনিট থেকে প্রতিদিন মোহনা টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত হতে যাচ্ছে ইসলামী অনুষ্ঠান “সহজ পথ”। একই সাথে সরাসরি সম্প্রচার হবে মোহনা টেলিভিশনের ইউটিউব চ্যানেল Mohona Tv Ltd এবং ফেইসবুক পেইজে Mohona tv। অনুষ্ঠানটি পূণঃপ্রচার করা হবে রাত ১:৩০ মিনিটে ।
ইসলামী টকশোটি উপস্থাপনা করছেন শিক্ষাবিদ, লেখক, ইসলামী স্কলার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক ও সাবেক প্রক্টর মুফতি মাওলানা সাহাব উদ্দিন আহমাদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামী স্টাডিজ বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেছেন। মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে কোরআন, হাদীস ও ফিকাহ বিষয়ে তিনটি কামিল (স্নাতকোত্তর) ডিগ্রী লাভ করেছেন। প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কারিকুলামে ইসলামী স্টাডিজসহ ইসলামী জীবনধারা বিষয়ে অনেকগুলো প্রকাশনা রয়েছে। শিক্ষা ও প্রকাশনায় নানাবিধ পুরস্কার তিনি লাভ করেছেন।
আয়োজনটিতে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন দেশ ও প্রবাসের ইসলামিক স্কলার, বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ অধ্যাপক ও প্রাজ্ঞ ওলামায়ে কেরাম। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন আহামাদ রিয়াজ ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button