শান্তিপূর্ণ আচরণ করলে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে
মোহনা অনলাইন
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি আর সংঘাতে না জড়ায় এবং ওয়াশিংটনের সঙ্গে সহযোগিতার পথ বেছে নেয়, তবে তাদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি বিবেচনায় আনা হতে পারে।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘যদি তারা শান্তিপূর্ণভাবে আচরণ করে, আমাদের সঙ্গে সম্পৃক্ত হয় এবং ক্ষতির পথে না যায়—তাহলে আমি নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে রাজি হতে পারি।’ তিনি আরও বলেন, শান্তিপূর্ণ ও সদয় আচরণ হুমকির চেয়ে অনেক বেশি কার্যকর হতে পারে এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার ইরানের জন্য একটি বড় পরিবর্তনের সুযোগ।
তবে তিনি ইউরেনিয়াম সরিয়ে নেওয়া সংক্রান্ত গুজব নাকচ করে দিয়ে বলেন, ‘আমরা আগাম কোনো সতর্কতা দিইনি। ফলে তাদের পক্ষে ইউরেনিয়াম সরানোর সুযোগই ছিল না। এটি একটি ভারী ও বিপজ্জনক পদার্থ, এক ঘণ্টার নোটিশে সরানো সম্ভব নয়।’
ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরান পরমাণু কার্যক্রমে স্থবির হয়ে পড়েছে। তবে সাক্ষাৎকারে তিনি জানান, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হুঁশিয়ারির পরই তিনি নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরিকল্পনা স্থগিত করেন। খামেনি হুঁশিয়ারি দিয়েছিলেন, যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে ইরান মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করবে।
এ ছাড়া তিনি আশাবাদ ব্যক্ত করেন, ইসরায়েল ও আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিকীকরণে স্বাক্ষরিত আব্রাহাম চুক্তিতে আরও কয়েকটি দেশ যুক্ত হতে পারে। যদিও তিনি সেসব দেশের নাম প্রকাশ করেননি।



