জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের জন্য ‘অত্যন্ত ধনী’ একদল ক্রেতা খুঁজে পাওয়ার দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, আগামী দুই সপ্তাহের মধ্যেই এ বিষয়ে বিস্তারিত ঘোষণা দেবেন।
তবে চুক্তিটি বাস্তবায়ন করতে চীনা সরকারের অনুমতি প্রয়োজন হবে বলে জানিয়েছেন ট্রাম্প। সোমবার (৩০ জুন) এক প্রতিবেদনে বার্তাসংস্থা আনাদোলু এ তথ্য জানিয়েছে।
রোববার ফক্স নিউজে প্রচারিত এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমাদের একজন ক্রেতা আছে। কিন্তু আমার মনে হয়, এর জন্য চীনের অনুমতি লাগবে। প্রেসিডেন্ট শি জিনপিং হয়তো সেই অনুমতি দেবেন।”
তিনি আরও জানান, সম্ভাব্য ক্রেতারা অত্যন্ত ধনী ব্যক্তিদের একটি দল, তবে তাদের সঙ্গে কোনো বড় প্রযুক্তি কোম্পানি যুক্ত রয়েছে কি না, সে বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।
এর আগে ২০২৪ সালে মার্কিন কংগ্রেস দ্বিদলীয় সমর্থনে একটি আইন পাস করে, যাতে বলা হয়— চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্স যদি টিকটকের যুক্তরাষ্ট্র অংশ বিক্রি না করে, তবে দেশটিতে অ্যাপটি নিষিদ্ধ করা হবে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ইস্যু তুলে ধরে বলা হয়, টিকটকের মাধ্যমে ব্যবহারকারীদের তথ্য চীনা সরকারের হাতে যাওয়ার ঝুঁকি রয়েছে।
এই আইনকে চলতি বছরের জানুয়ারিতে বৈধ ঘোষণা করে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। এরপর জুন মাসে ট্রাম্প এক নির্বাহী আদেশে টিকটক বিক্রির সময়সীমা আরও ৯০ দিন বাড়িয়ে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারণ করেন। এটি ছিল নিষেধাজ্ঞা কার্যকরের তৃতীয় দফা সময় বৃদ্ধি।
প্রায় ১৭ কোটি ব্যবহারকারীর টিকটক বর্তমানে যুক্তরাষ্ট্রে অন্যতম জনপ্রিয় অ্যাপ। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরুর আগেই অ্যাপটি সাময়িকভাবে বন্ধ হয়ে গেলেও তার প্রতিশ্রুতির ভিত্তিতে তা পুনরায় চালু করা হয়।



