সিনেমার পর্দায় নায়কদের হাতে নায়িকাদের বিপদ থেকে উদ্ধার পাওয়ার চিরাচরিত দৃশ্যের ঠিক বিপরীত অভিজ্ঞতার কথা অকপটে জানিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, “সিনেমায় তো নায়িকারা সব সময় নায়কদের হাতে বাঁচেন। বাস্তবে পরীমনিকে বিপদের সময় কে বাঁচিয়েছে?”
উত্তরে পরীমনি বলেন, “আমি বাস্তবে যতগুলো বিপদে পড়েছি, ‘পরীমনি’ হওয়ার আগে সেখান থেকে আমাকে কেউ বাঁচাতে আসেনি।” তিনি আরও বলেন, “আর পরীমনি হওয়ার আগে তো কখনো তেমন কোনো বিপদেই পড়িনি।”
তার এই বক্তব্যে স্পষ্ট হয়, তারকা খ্যাতি অর্জনের আগের জীবনেও তিনি একা লড়েছেন নানা প্রতিকূলতার সঙ্গে। সেই সময়ে তার পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না। তার অভিজ্ঞতা সিনেমা ও বাস্তব জীবনের পার্থক্য, এবং একজন জনপ্রিয় ব্যক্তির অন্তর্গত অসহায়ত্বকে গভীরভাবে তুলে ধরে।



