
সংস্কার দাবিতে চলমান “মার্চ টু এনবিআর” কর্মসূচি ও পূর্ণাঙ্গ কর্মবিরতি (কমপ্লিট শাটডাউন) প্রত্যাহার করে অবশেষে কাজে ফিরেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আন্দোলনরত কর্মকর্তারা।
সোমবার (৩০ জুন) সকালে আগারগাঁওয়ের রাজস্ব ভবনে গিয়ে দেখা যায়, বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা যথারীতি অফিস করছেন। তবে, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এখনো এনবিআর কার্যালয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি রয়েছে। এদিন সকালে এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খানও অফিসে উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
এর আগে রোববার রাতে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক শেষে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। তারা বলেন, দেশের অর্থনীতির স্বার্থ, আমদানি-রফতানি ও সরবরাহব্যবস্থা সচল রাখা এবং সাধারণ জনগণের দুর্ভোগ লাঘবের কথা বিবেচনায় নিয়েই আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, এনবিআরের অভ্যন্তরীণ সংস্কার বাস্তবায়নের দাবিতে গত ১২ মে থেকে আন্দোলনে নামেন কর্মকর্তারা। এতে রাজস্ব আদায়ের কাজ কার্যত অচল হয়ে পড়ে এবং করসেবায় বিঘ্ন ঘটে।