Top Newsজাতীয়

মেয়াদোত্তীর্ণ গাড়ি সড়ক থেকে তুলে নেয়া হবে

মোহনা অনলাইন

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বায়ুদূষণ রোধে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব পরিকল্পনা বাস্তবায়নে বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে।

সোমবার (৩০ জুন) সচিবালয়ে বায়ুদূষণ নিয়ন্ত্রণে চীনের বিশেষজ্ঞ প্রতিনিধিদলের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন।

তিনি আরও জানান, বায়ুদূষণ রোধে শীতকাল বা আগামী অক্টোবরের আগেই শহরের ভাঙাচোরা রাস্তা মেরামতের কাজ শেষ করা হবে। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ ও পুরনো যানবাহন ধাপে ধাপে সড়ক থেকে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে নতুন করে ২৫০টি যানবাহন কেনার সিদ্ধান্ত হয়েছে।

উপদেষ্টা জানান, বায়ুদূষণ নিয়ন্ত্রণে একটি কার্যকর ওয়ার্কিং কমিটি গঠনের কাজও চলছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button