বিনোদন

সামাজিক মাধ্যমে গুজব, জীবিত থাকার বার্তা দিলেন মাহিয়া মাহি

মোহনা অনলাইন

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি এখন অভিনয় থেকে অনেকটাই দূরে। দীর্ঘদিন নতুন কোনো সিনেমায় দেখা যায়নি তাকে। যদিও মাঝেমধ্যে ফেসবুকে সক্রিয় থাকেন তিনি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন এই অভিনেত্রী। এরমধ্যেই হঠাৎ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে তার মৃত্যুর গুজব।

‘বাংলাদেশি অভিনেত্রী মাহিয়া মাহির ঝুলন্ত মরদেহ উদ্ধার’—শিরোনামে কয়েকটি ভুয়া পোস্ট ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। বিষয়টি মাহির নজরে এলে তিনি তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান।

রোববার (২৯ জুন) মধ্যরাতে নিজের ফেসবুক আইডিতে মাহি লেখেন, ‘আমি আছি, মরিনাই রে ভাই।’

২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মাহিয়া মাহির। প্রথম ছবি দিয়েই দর্শকের নজর কাড়েন তিনি। এরপর একের পর এক হিট ছবিতে কাজ করে ঢালিউডে নিজের অবস্থান তৈরি করেন। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেন মাহি। আওয়ামী লীগের রাজনীতিতে জড়িয়ে অংশ নেন জাতীয় সংসদ নির্বাচনেও। তবে পরাজয়ের পর আবার চলচ্চিত্রে ফেরার ইচ্ছা প্রকাশ করলেও, নতুন কোনো সিনেমায় তাকে দেখা যায়নি।

সর্বশেষ অতিথি চরিত্রে অভিনয় করেছেন ‘রাজকুমার’ ছবিতে। এর আগে ‘বুবুজান’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে ছিলেন তিনি। তবে গত দুই বছর ধরে মাহি অভিনয়ের বাইরে রয়েছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button