Top Newsচট্টগ্রামজাতীয়

দুই দিনের অচলাবস্থার পর চট্টগ্রাম বন্দর পুরোদমে সচল, স্বস্তি ব্যবসায়ীদের

মোহনা অনলাইন

দুই দিন বন্ধ থাকার পর চট্টগ্রাম কাস্টমস হাউসে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হয়েছে। এতে স্বস্তি ফিরে পেয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। আজ সোমবার সকাল থেকে দেশের বৃহত্তম সমুদ্রবন্দরে কাস্টমস কার্যক্রম পুরোদমে শুরু হয়।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে কাস্টমস কর্মকর্তা-কর্মচারীদের ডাকা শাটডাউন কর্মসূচির কারণে শনিবার থেকে সারাদেশের কাস্টম হাউস ও স্টেশনগুলোর কার্যক্রম স্থবির হয়ে পড়ে।

পরিস্থিতি মোকাবেলায় সরকার পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে এবং কাস্টমসের সব পদকে ‘অত্যাবশ্যকীয় সেবা’ হিসেবে ঘোষণা দেয়। একইসঙ্গে আন্দোলনকারী কর্মকর্তাদের কাজে ফেরার আহ্বান জানিয়ে সরকার হুঁশিয়ারি দেয়, জনগণ ও অর্থনীতি রক্ষায় প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘোষণার পর রোববার সন্ধ্যায় আন্দোলনরত কর্মকর্তারা কাজে ফেরার সিদ্ধান্ত নেন।

চট্টগ্রাম কাস্টম হাউসের উপ-কমিশনার মোহাম্মদ সাইদুল ইসলাম জানান, আজ সকাল থেকে আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম চালু হয়েছে।

বন্দর সূত্রে জানা গেছে, কাস্টমস কার্যক্রম বন্ধ থাকায় শনিবার প্রায় সাড়ে তিন হাজার রপ্তানি কনটেইনার বন্দরে আটকে যায়, ফলে বড় ধরনের বাণিজ্যিক বিঘ্ন ঘটে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button