সরকারি চাকরির ৪৪তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল আজ সোমবার (৩০ জুন) বিকালে প্রকাশ হতে পারে।
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) রোডম্যাপ অনুযায়ী, ৩০ জুন ফল প্রকাশের কথা রয়েছে। তবে কমিশনের জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, “আজ ফল প্রকাশের নির্ধারিত দিন হলেও কমিশনের পক্ষ থেকে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। সিদ্ধান্ত পেলে বিকালে পিএসসির ওয়েবসাইটে ফল প্রকাশ করা হতে পারে।”
কমিশনের সদস্য মো. নাজমুল আমীন মজুমদার জানান, “গত পাঁচ দিন ধরে নির্ধারিত সময়ে ফল প্রকাশের প্রস্তুতি চলছে। সব প্রক্রিয়া বিকালের মধ্যে শেষ হলে আজই ফল প্রকাশ করা হবে। অন্যথায় আগামীকাল ফল প্রকাশ করা হবে।”
২০২১ সালের ৩০ নভেম্বর ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে বিভিন্ন ক্যাডারে মোট ১ হাজার ৭১০ জন কর্মকর্তাকে নিয়োগ দেওয়ার কথা রয়েছে।
এই বিসিএসের লিখিত পরীক্ষায় ১১ হাজার ৭৩২ জন প্রার্থী উত্তীর্ণ হন। মৌখিক পরীক্ষা শুরু হয় ২০২৩ সালের এপ্রিল থেকে। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও রাজনৈতিক পরিবর্তনের কারণে মৌখিক পরীক্ষা দুই দফায় স্থগিত হয়। ততদিনে ৩ হাজার ৯৩০ জন প্রার্থীর ভাইভা সম্পন্ন হয়েছিল।
পরবর্তীতে নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর ‘ন্যায্যতা নিশ্চিত করতে’ আগের নেওয়া মৌখিক পরীক্ষা বাতিল করে নতুন করে সব প্রার্থীর ভাইভা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।



