পর্দায় চরিত্রকে জীবন্ত করে তুলতে পারদর্শী চঞ্চল চৌধুরী। অভিনয়ের এই জাদু দিয়েই তিনি মুগ্ধ করে রেখেছেন দুই বাংলার দর্শককে। মাঝে মাঝে তার সৃজনশীল ভক্তরা ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে রঙ তুলিতে বা পেন্সিলে এঁকে ফেলেন প্রিয় এই অভিনেতার প্রতিকৃতি।
চিত্রকলায় বিশেষ আগ্রহ ও দক্ষতা রয়েছে চঞ্চলের নিজেরও—চারুকলায় পড়াশোনার সুবাদে তা আরও পরিপূর্ণ হয়েছে। কাগজে পেন্সিলের ছোঁয়ায় জীবন্ত করে তুলেছেন অনেক প্রিয় মানুষের অবয়ব। এর আগে তিনি এঁকেছেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ ও ওপার বাংলার কণ্ঠশিল্পী লগ্নজিতা চক্রবর্তীর প্রতিকৃতি।
সাম্প্রতিকতম আঁকায় চঞ্চলের ক্যানভাসে উঠে এসেছে জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসানের মুখ। সামাজিক মাধ্যমে নিজের আঁকা সেই স্কেচ শেয়ার করে চঞ্চল লিখেছেন, ‘‘চেনা যায় ভদ্রলোককে? উনি খাইস্টা জাহাঙ্গীর। তাকে দেখার জন্য ‘উৎসব’ দেখুন। সিনেমা হলে উৎসব চলছে মহাসমারোহে—দেশে, বিদেশে!’
তিনি আরও যোগ করেছেন, ‘‘বি: দ্র: তিন ভূতসহ ‘উৎসব’ টিমের পক্ষ থেকে জাহাঙ্গীরের জন্য এটি একটি প্রীতি উপহার।’’
ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘উৎসব’ সিনেমায় ‘খাইস্টা জাহাঙ্গীর’ চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান। একই সিনেমায় চঞ্চল চৌধুরীও রয়েছেন গুরুত্বপূর্ণ চরিত্রে। আরও অভিনয় করেছেন জয়া আহসান, অপি করিম, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি ও সাদিয়া আয়মান।



