সরকারের বিভিন্ন দপ্তরে শিক্ষার্থীদের পার্টটাইম চাকরির সুযোগ তৈরি করতে চান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
গত ২৮ জুন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, “আমরা সরকারের বিভিন্ন অফিসে শিক্ষার্থীদের পার্টটাইম চাকরিতে নিয়োগ দিতে চাই। অনেক দপ্তরে এমন কিছু পদ রয়েছে, যেখানে ফুল টাইমে স্থায়ী নিয়োগের প্রয়োজন নেই। এসব ক্ষেত্রে পার্টটাইম নিয়োগ দেওয়া হলে সরকারের ব্যয় কমবে এবং শিক্ষার্থীরাও আর্থিকভাবে স্বচ্ছল হতে পারবে।”
ওই দিন ঢাকার উত্তর সিটি করপোরেশনের নগর ভবনে এক অনুষ্ঠানে তিনি বলেন, “উন্নত দেশগুলোর মতো আমরাও ৫ আগস্টের পর ট্রাফিক পুলিশের সহায়ক হিসেবে প্রায় এক হাজার শিক্ষার্থীকে পার্টটাইম নিয়োগ দিয়েছি। একইভাবে অন্যান্য সরকারি অফিসেও শিক্ষার্থীদের এমন সুযোগ দেওয়া যেতে পারে।”
তিনি আরও জানান, “এ বিষয়ে আমরা কাজ করছি এবং কীভাবে শিক্ষার্থীদের নিয়োগ দেওয়া যায়, সে বিষয়ে আলোচনা চলছে।”



