বলিউড অভিনেত্রী শেফালির হঠাৎ মৃত্যু মেনে নিতে পারছেন না তার পরিবার ও ঘনিষ্ঠজনেরা। শুরু হয়েছে তদন্ত, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া যাবে দুই দিনের মধ্যেই। তবে প্রাথমিক তদন্তেই কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে পুলিশ।
ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, মৃত্যুর সময় শেফালির রক্তচাপ অস্বাভাবিকভাবে নিচে নেমে গিয়েছিল, যা হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। মৃত্যুর দিন, অর্থাৎ শুক্রবার, তার বাড়িতে সত্যনারায়ণ পূজার আয়োজন করা হয়েছিল। সে কারণে তিনি সকাল থেকে উপোস ছিলেন। বিকেলে ফ্রিজ থেকে কিছু হালকা খাবার খান—এ তথ্য দিয়েছেন বাড়ির রাঁধুনি। দিনভর পূজা উপলক্ষে অনেক অতিথি আসায় বিশ্রামের সুযোগ মেলেনি।
রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন শেফালি। পরিবারের সদস্যরা সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যান তাকে, কিন্তু পথেই মৃত্যু হয় তার। চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
পরে পুলিশ ও ফরেনসিক বিশেষজ্ঞরা শেফালির বাড়িতে তদন্তে যান। পরিবারের সদস্যসহ মোট ১০ জনের জবানবন্দি নেয়া হয়। তদন্তে উঠে এসেছে, বয়স কমানোর উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের ওষুধ ও ইনজেকশন ব্যবহার করতেন শেফালি। পুলিশের ধারণা, এসব ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়াও তার স্বাস্থ্যের অবনতিতে ভূমিকা রাখতে পারে। তবে নিশ্চিত হতে এখন ময়নাতদন্তের ফলাফলের অপেক্ষা করছে প্রশাসন।
১৯৮২ সালের ১৫ ডিসেম্বর মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন শেফালি। গুজরাতের সরদার বল্লভভাই প্যাটেল ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে ইনফরমেশন টেকনোলজিতে বিএসসি ডিগ্রি অর্জন করেন তিনি। ২০০২ সালে ইন্ডি পপ গান ‘কাঁটা লাগা’র রিমেক ভিডিওতে পারফর্ম করে রাতারাতি তারকা বনে যান শেফালি। বলিউডে সালমান খান ও অক্ষয় কুমার অভিনীত ‘মুঝসে শাদি করোগে’ সিনেমায় ক্যামিও চরিত্রে দেখা যায় তাকে। সব মিলিয়ে ৩৫টিরও বেশি মিউজিক ভিডিওতে কাজ করেছেন এই অভিনেত্রী।



