Top Newsসংবাদ সারাদেশ

বেরোবির সাবেক ভিসিসহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

মোহনা অনলাইন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য ড. হাসিবুর রশীদ ও রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মনিরুজ্জামানসহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। সোমবার (৩০ জুন) দুপুরে ট্রাইব্যুনালের বিচারকগণ এই আদেশ দেন।

সেদিন ট্রাইব্যুনালে শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ডের ভিডিও উপস্থাপন করা হয়। ৩০ জন আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ পাঠ করে শোনান চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। অভিযোগ আমলে নিয়ে আদালত ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এবং কারাগারে থাকা বাকি ৪ জনকে মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন। মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ জুলাই।

বর্তমানে কারাগারে থাকা চার আসামি হলেন: অভিযুক্ত পুলিশ সদস্য আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র, বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম এবং ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী।

২০২৪ সালের ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় নিহত হন বেরোবির শিক্ষার্থী আবু সাঈদ। পুলিশের গুলিতে নিহত হওয়ার সেই ভিডিও ভাইরাল হলে দেশজুড়ে সৃষ্টি হয় তীব্র প্রতিক্রিয়া। শহীদ আবু সাঈদের দুই হাত প্রসারিত প্রতিবাদী অবস্থান কোটি মানুষকে আন্দোলনের অনুপ্রেরণা দেয়। তাঁর মৃত্যু যেন হয়ে ওঠে স্বৈরাচারবিরোধী গণআন্দোলনের মূর্ত প্রতীক।

এই হত্যাকাণ্ড ঘিরে দেশব্যাপী ছড়িয়ে পড়ে প্রতিবাদের আগুন। আন্দোলন আরও বেগবান হয় এবং তার ধারাবাহিকতায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। ১৬ বছরের দীর্ঘ একচ্ছত্র শাসনের অবসান ঘটে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button