স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের কাছে বিমানবন্দরে পাওয়া বস্তুটি একে-৪৭ নয়, বরং একটি পিস্তলের খালি ম্যাগাজিন ছিল, যা ভুলবশত সঙ্গে রয়ে গিয়েছিল।
সোমবার (৩০ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, “এটা জাস্ট একটা ভুল। অনেক সময় এমন হয়— আপনি চশমা নিতে গিয়ে মোবাইল নিয়ে চলে যান। উনি যদি আগে জানতেন, এটা কখনোই নিতেন না।”
তবে উপদেষ্টা আসিফ মাহমুদের বয়স ৩০ না হওয়া সত্ত্বেও তিনি কীভাবে অস্ত্রের লাইসেন্স পেলেন— এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, “আমি যেহেতু ওই আইনটা দেখিনি, সেহেতু এ বিষয়ে কিছু বলতে পারব না।”
বিমানবন্দরে দুই দফা স্ক্যানিংয়ের পরও ম্যাগাজিনটি ধরা না পড়ায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠলে তিনি বলেন, “অনেক সময় পরিচিত বা প্রভাবশালী কেউ এলে প্রিভিলেজ পেয়ে যায়। আমরা বলেছি, যেন এমন না হয়— সবার জন্য আইন সমানভাবে প্রযোজ্য হয়।”
সভায় ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও আলোচনা হয়েছে বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, এসব অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করতে করণীয় ঠিক করা হয়েছে এবং এখন পর্যন্ত কোনো ধরনের হুমকির তথ্য নেই।



