
মানুষের মুখে হাসি ফোটাতে বাংলাদেশ রিপাবলিক পার্টি (বিআরপি) সারাদেশে ৫০০ জন ঠোঁট কাটা (ক্লেফট লিপ) রোগীর বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করছে। চিকিৎসার পাশাপাশি রোগীর যাতায়াত খরচও বহন করা হবে।
বুধবার (২ জুলাই) দলটির পক্ষ থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সারাদেশের নেতাকর্মী, সমর্থক ও ফেসবুক পেজের সকল শুভানুধ্যায়ীদের প্রতি আহ্বান— আপনার এলাকায় যদি এমন কোনো অসহায় শিশু বা বড় কেউ থাকে, তাহলে তাদের এই সুযোগের খবর জানান। এই উদ্যোগের মাধ্যমে অসহায় মানুষকে নতুন করে হাসতে শেখানোই বিআরপির লক্ষ্য।
আগামী ৪ জুলাইয়ের মধ্যে রোগীর নামের তালিকা কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে।
কেন্দ্রীয় কার্যালয় ঠিকানা— রশনী মহল, বাড়ি- ০৩, রোড- ০৫, নিকেতন, ঢাকা-১২১২।