Top Newsজাতীয়

চাঁনখানপুলে ৬ হত্যা: মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ

মোহনা অনলাইন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর চাঁনখারপুলে গুলি চালিয়ে আনাসসহ ছয়জনকে হত্যার মামলায় আজ (বৃহস্পতিবার, ৩ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হচ্ছে।

সকালে মামলার গ্রেপ্তার চার আসামি—শাহবাগ থানার বরখাস্তকৃত পরিদর্শক আরশাদ এবং কনস্টেবল সুজন, ইজাজ হোসেন ইমন ও ইজারুল—কে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

এছাড়া মামলার পলাতক চার আসামি—সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ্ আলম মো. আখতারুল ইসলাম এবং সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল—এর অব্যাহতির আবেদনেও আজ শুনানি হওয়ার কথা রয়েছে। একই সঙ্গে আরও দুই আসামির আবেদনেও শুনানি অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ৫ আগস্ট চাঁনখারপুলে ছাত্র-জনতার চলমান গণঅভ্যুত্থানের সময় গুলি চালিয়ে ছয়জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের এ মামলাটি দায়ের করা হয়। গত ২৫ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আনুষ্ঠানিকভাবে মামলাটি আমলে নিয়ে পলাতক চার আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button