
বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযানে কুকিচিন ন্যাশনাল আর্মি (কেএনএ)-এর এক কমান্ডারসহ দুই সদস্য নিহত হয়েছেন। অভিযানে তিনটি সাবমেশিনগান (এসএমজি), একটি রাইফেল, বিপুল পরিমাণ গুলি ও সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) ভোর থেকে শুরু হওয়া এই অভিযানের তথ্য নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআর জানায়, সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি চালালে পাল্টা গুলিবিনিময়ের মধ্যে পড়ে দুইজন নিহত হয়। তাদের মধ্যে একজন কেএনএ-র একজন গুরুত্বপূর্ণ কমান্ডার বলেও নিশ্চিত করা হয়েছে।
অভিযানের সময় ঘটনাস্থল থেকে উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে তিনটি এসএমজি, একটি রাইফেল এবং বিপুল পরিমাণ গুলি ও সামরিক সরঞ্জাম। সেনাবাহিনীর এই অভিযান এখনও চলমান রয়েছে। পুরো এলাকা ঘিরে রেখে সন্ত্রাসীদের অবস্থান শনাক্তে তল্লাশি জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে পার্বত্য এলাকায় বিভিন্ন সশস্ত্র গ্রুপের সহিংসতা ও চাঁদাবাজির ঘটনায় নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় সেনাবাহিনী সন্ত্রাসবিরোধী কার্যক্রম জোরদার করেছে।
আইএসপিআর জানিয়েছে, দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই এই অভিযান অব্যাহত থাকবে।